নয়াগ্রামে মিনি ইন্ডোর গেম কমপ্লেক্সের উদ্বোধন

0
36

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

রাজ্য যুব ও ক্রীড়া দফতরের উদ্যোগে প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে বিনপুরের নয়াগ্রামে তৈরি হল মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স।এদিন মিনি ইন্ডোর গেম কমপ্লেক্সের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা।মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স যাবতীয় তত্বাবধানে রয়েছে নয়াগ্রাম ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি।এই সোসাইটির উদ্যোগে এদিন সকালে বিনপুর এলাকায় একটি সচেতনতা মূলক পদযাত্রা হয়।

mini indoor game complex opening | newsfront.co
ফিতে কেটে গেম কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন।নিজস্ব চিত্র

ওই পদযাত্রায় সুকুমারবাবু,নয়াগ্রাম প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা,হাইমাদ্রাসা স্কুলের পড়ুয়া ও শিক্ষক সহ ক্লাবের ছেলেরা যোগ দেন।জল সংরক্ষণ,গাছ লাগান ও জীবন বাঁচান,সেফ ড্রাইভ ও সেভ লাইভ -এর সচেতনতা বার্তা দেওয়া হয় পদযাত্রা থেকে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

পদযাত্রার পর ফিতা কেটে উদ্বোধন করেন সুকুমারবাবু।অনুষ্ঠানে ছিলেন বিনপুর থানার আইসি বিপ্লব পতি ও নয়াগ্রাম ইয়ুথ ওয়েলফেয়ার ক্লাবের সম্পাদক শেখ আলিসান আলি।এছাড়াও এদিন ক্লাবের পক্ষ থেকে এলাকার দুঃস্থ পড়ুয়াদের হাতে বস্ত্র তুলে দেন ডেপুটি স্পিকার।

কমপ্লেক্সের বাইরে গাছের চারা রোপণ করেন সুকুমারবাবু।গ্রামবাসীদেরও গাছের চারা বিতরণ করা হয়।নয়াগ্রাম ইয়ুথ ওয়েলফেয়ার ক্লাবের সম্পাদক শেখ আলিসান আলি বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স গ্রামে তৈরি হয়েছে।এরফলে গ্রামের সার্বিক উন্নতি ঘটবে।এজন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here