নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে হবে মিনি জু। ২৭ হেক্টর জমির উপর হবে এই চিড়িয়াখানা। থাকবে ২ ধরনের ভালুক, ৪ ধরনের হরিণ, বাঘ,চিতাবাঘ। পরে গন্ডার, কুমীর রাখার চিন্তা ভাবনা চলছে। এই প্রকল্পে খরচ হবে ৪২ কোটি টাকা। সমস্ত প্রকল্পের কাজ হবে ৩ ধাপে।
শনিবার দক্ষিণ খয়ের বাড়ি পুর্নবাসন কেন্দ্রে মিনি চিড়িয়াখানা পর্যবেক্ষণে আসেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। এদিন তিনি দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখেন। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দক্ষিণ খয়েরবাড়িতে ৪২ কোটি টাকা ব্যয়ে মিনি জু করা হবে। তিন ধাপে এই কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যেই এই কাজের টেন্ডার হয়ে গেছে।”
আরও পড়ুনঃ পেট্রোল – ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় ডিওয়াইএফআই
উল্লেখ্য, ২০০৫ সালে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র চালু হয়। গোটা দেশের বিভিন্ন সার্কাস থেকে রয়াল বেঙ্গল টাইগারগুলোকে এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। বর্তমানে এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে একটি রয়াল বেঙ্গল টাইগার ও ১৪ টি লেপার্ড রয়েছে। এই দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রকে বর্তমানে কেন্দ্রীয় সরকার মিনি জু করার অনুমতি দিয়েছে। আর তারপরেই ৪২ কোটি টাকা দিয়ে এখানে মিনি জু করার সিদ্ধান্ত নেয় রাজ্য বন দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584