মুক্ত ঝিনুক  কাব্যগ্রন্থের উদ্বোধনে মন্ত্রী

0
190

শ্যামল রায়,বর্ধমানঃমগরার বিশিষ্ট কবি সুব্রত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ মুক্ত ঝিনুকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র।

নিজস্ব চিত্র

কবির কাব্যগ্রন্থটি উদ্বোধন করে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন যে,”জেনেছি সুব্রত ভট্টাচার্য দীর্ঘদিন ধরে কবিতা লিখে যাচ্ছেন এবং তাঁর কবিতার মধ্যে সামাজিক একটা বার্তা লক্ষ্যণীয় পাশাপাশি রোমান্টিকতা রয়েছে তাঁর কবিতার প্রতিটি শব্দে।
ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশ করে ফেলেছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি।”
পূর্ব মেদিনীপুরের কঙখাল পত্রিকার উদ্যোগে ব্যবস্থাপনায় একটি কবিতা উৎসবে সম্মানিত করা হয় কবি সুব্রত ভট্টাচার্যকে। কবি সুকান্ত ভট্টাচার্যের ভূয়শী প্রশংসা করেন ডেবরার বিধায়ক সেলিমা খাতুন ও শিল্পী সুকেশ মন্ডল সহ অনেকে।
জানা গিয়েছে যে কবি সুব্রত ভট্টাচার্য সন্তান সায়ন্তন ভট্টাচার্য একজন প্রাণী মৎস্য দপ্তরের বিজ্ঞানী। তার একমাত্র মেয়ে ও নিতে বিশেষ জায়গা দখল করে নিয়েছে সারা ভারতবর্ষে। কিছুদিন পরেই নৃত্য পরিবেশন করতে যাবেন বাইরের রাজ্যে।
জানা গিয়েছে কবির সুব্রত ভট্টাচার্যের গোটা পরিবার তাই সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত এবং বিশেষ জায়গা দখল করে নিয়েছেন রাজ্যের বুকে। ইতিমধ্যেই কবিতা লিখে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন কবি সুব্রত ভট্টাচার্য। মগরার বাসিন্দা হয়েও রাজ্যজুড়ে তার কবি পরিচিতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here