প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
মহামারী আতংকে কাঁপছে গোটা দেশ। লকডাউনের জেরে ব্যাহত সমস্ত পরিষেবা। সেই সময় রাজ্যের পাশে দাঁড়াল কেন্দ্র। করোনা মোকাবিলায় এবারে রাজ্যকে অর্থ দিয়ে সাহায্য করতে এগিয়ে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
রাজ্যকে নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদান দিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। মঙ্গলবার বিকেলেই এই মর্মে জেলা শাসকের কাছে চিঠি দিয়ে জানান সাংসদ।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস প্রতিরোধে অর্থ সাহায্য লকেটের
তিনি এই চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, “করোনার চিকিৎসা এবং জরুরী পরিস্থিতিতে তার সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা ব্যবহারের জন্য রাজ্যকে দেওয়া হল”। এদিকে বালুরঘাটের সাংসদও তার সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা করোনা মোকাবিলায় রাজ্যকে অনুদান দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আইএএস অফিসারদের একদিনের বেতন করোনা তহবিলে দান করার আবেদন
অন্যদিকে, এবার মুখ্যমন্ত্রী রিলিফ ফাণ্ডে ১০ হাজার টাকা দান করলেন রায়গঞ্জের তৃণমূল নেত্রী। উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পেশায় একজন স্কুল শিক্ষিকা পম্পা সরকার। তিনি এদিন জেলা শাসকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।
এমনকি মঙ্গলবার রায়গঞ্জের ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী, ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন জেলা শাসকের হাতে। নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী রিলিফ ফাণ্ডে সেই টাকা দান করেন ওই ব্যবসায়ী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584