নিজেই আইন ভাঙলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্যকর্মীদের ‘হোম কোয়ারেন্টাইন’ নোটিশ ঝোলাতে বাধা

0
89

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ

রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর ভাড়া করা রায়গঞ্জের ফ্ল্যাটে হোম কোয়ারান্টাইনের নোটিশ লাগাতে গিয়ে বাধা পেয়ে ফিরে গেলেন স্বাস্থ্য কর্মীরা। মন্ত্রীর দাবি, তিনি নিজেই হোম কোয়ারান্টাইনে আছেন। কেউ তাঁর বাড়িতে আসছেন না।

notice | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি নিজেও বাড়ির বাইরে বেরোচ্ছেন না। নোটিশ লাগালে আবাসনের অন্য বাসিন্দারা অস্বস্তিতে পড়বেন। সেই কারণেই নোটিশ লাগাতে দেননি তিনি। পুরো ঘটনাকে নিয়ে শোরগোল পড়েছে শহরজুড়ে। গত ২রা এপ্রিল রাস্তায় বেরিয়ে সাধারণ বাসিন্দাদের মধ্যে মাস্ক বিতরণ করেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ করোনার চিকিৎসা নিয়ে জুনিয়র ডাক্তার, স্থানীয়দের বিক্ষোভে উত্তাল বাঙুর, সাগরদত্ত হাসপাতাল

এরপরেই চাকুলিয়া ও রায়গঞ্জের দুই বিধায়ক আলি ইমরান রমজ ও মোহিত সেনগুপ্ত জেলা শাসকের কাছে অভিযোগ জানান। কোয়ারান্টাইনে না থেকে লকডাউনের মাঝে কেমন করে অন্য শহর থেকে রায়গঞ্জ শহরে মন্ত্রী পৌঁছলেন, এই প্রশ্ন তুলে পুলিশের কাছে তদন্তের আবেদন জানান রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here