সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
আর জনাব গিয়াস উদ্দিন মোল্লা নন এবার তিনি হাজি গিয়াস উদ্দিন মোল্লা। মগরাহাটে সবার হৃদয়ে এখন হাজি গিয়াস উদ্দিন মোল্লা। হজ ইসলামের অন্যতম স্তম্ভ ও মৌলিক ইবাদাত। জ্ঞান-বুদ্ধিসম্পন্ন প্রত্যেক সচ্ছল মুসলিম নর-নারীর ওপর হজ পালন করা ফরজ।
আত্মিক উন্নতি, সামাজিক সম্প্রীতি ও বিশ্বভাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব সর্বাধিক। হজের মাধ্যমে বিশ্ব মুসলিমের আধ্যাত্মিক-নৈতিক উন্নতি, সামাজিক-রাজনৈতিক সংহতি, অর্থনৈতিক-সাংস্কৃতিক সমৃদ্ধি ,ইসলাম-মুসলিমের অবস্থান সুসংহত ও সুদৃঢ় হয়।রাজনৈতিক ,সমাজসেবি, মন্ত্রী গিয়াস মোল্লা সবার প্রিয় হয়ে উঠেছেন দিকে দিকে। মগরাহাট পশ্চিম বিধানসভার মানুষের কাছে উপরে আল্লা নিচে ভগবান গিয়াস উদ্দিন মোল্লা মানুষের হৃদয় জয় করেছে। রাজনৈতিক জীবন কিছু দিনের জন্য অপেক্ষায় রেখে চলতি মাসে পনেরো তারিখে পারি দেয় সৌদি হারবে হজ যাত্রায়। ৩১তারিখে ফিরেছেন নিজের বাস ভবনে ।
আরও পড়ুনঃলালগোলায় এনআরসি আতঙ্কে মৃত্যু প্রৌঢ়ের
হাজি গিয়াস উদ্দিন মোল্লার সাথে প্রথম স্বাক্ষাৎ করেন শিরাকল গ্রামপঞ্চায়েত উপপ্রধান আব্দুর রহিম মোল্লা। সঙ্গে ছিলেন তারই স্ত্রী রুকসানা বিবি এক মাত্র ছেলে রাকিব মোল্লা । হাজি গিয়াস উদ্দিন মোল্লাকে পেয়ে খুশিতে মেতেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584