নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উচ্চ মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকারী জয় মন্ডলের বাড়িতে গিয়ে তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়ে এলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। মেধা তালিকা প্রকাশ না হলেও সব্বোর্চ প্রাপ্ত নম্বরের চেয়ে এক নম্বর কম থাকায় জয়কেই সম্ভাব্য দ্বিতীয় স্থানাধিকারী ধরে নেওয়া হয়েছে।
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তিনি উত্তরবঙ্গে প্রথম স্থানাধিকারী। রাতেই মন্ত্রী জয়ের বাড়িতে গিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি তাকে ‘উত্তরবঙ্গের গর্ব’ হিসাবে উল্লেখ করেছেন।উচ্চমাধ্যমিকের ফল বের হতেই দেখা গিয়েছে ৪৯৮ নম্বর পেয়েছে জয়। এই খবর পেতেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে বাড়ি সহ গোটা এলাকায়। এবছর করোনেশন থেকে মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জনের পর উচ্চমাধ্যমিকেও এই সাফল্যে গর্বিত স্কুলসহ শহরবাসী সকলে।
আরও পড়ুনঃ ৪৯৪ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে মুর্শিদাবাদে সেরা জঙ্গিপুরের স্বাগতা
ভবিষ্যতে ডাক্তার হতে চায় জয় মন্ডল।রাত জেগে পড়াশোনা নয়, বরং দিনেই বিভিন্ন সময়ে ছয় থেকে সাতঘন্টা নিয়মিত ভাবে পড়াশোনা করেছে সে।ক্রিকেট খেলা ও সিনেমা দেখা পড়াশোনার পাশাপাশি জয়ের খুব প্রিয় বিষয়। জয় মন্ডলের বাবা জ্যোতির্ময় মন্ডল রায়গঞ্জের স্পিনিং মিলের অবসর প্রাপ্ত কর্মী।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকেও জয়জয়কার বীরভূমের
চলতি বছরের ২০ ফেব্রুয়ারি অবসর নিয়েছেন তিনি। তারপর থেকে জমানো টাকায় কোনরকমে চলছে সংসার। তবু ছেলের ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করতে চান জ্যোতির্ময়বাবু। তার স্বপ্ন সফল করতে রাজ্য সরকার পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584