নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এলন মাস্কের টেসলা বিগত তিন বছরের প্রচেষ্টাতেও ভারতে আসার ছাড়পত্র পায়নি। এইজন্য মূলত নরেন্দ্র মোদী সরকারের উদাসীনতাকে দায়ী করে বৃহস্পতিবার একটি টুইট করেন টেসলা কর্তা এলন মাস্ক। সেই টুইটের উত্তরে এলন মাস্ককে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আমন্ত্রণ জানালেন রাজ্যের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি। টুইটে টেসলা কর্তাকে তিনি লিখেছেন, ”বাংলায় আসুন, এখানে রয়েছে শিল্পের সর্বোত্তম পরিকাঠামো এবং মমতা সরকারের ‘ভিশন’। বাংলা মানেই বাণিজ্য।”
ভারতে আসুক টেসলা-র গাড়ি, এমনটা বহুদিনের ইচ্ছা মার্কিন শিল্পপতি এলন মাস্কের। ২০১৯ সালে প্রথমবার মোদি সরকারের কাছে সে আবেদনও জানান তিনি। এরপর বিগত তিন বছরে বহু চেষ্টা করেও কেন্দ্রের ছাড়পত্র আদায় করতে পারেননি তিনি। বৃহস্পতিবার টুইটারে এক ব্যক্তি মাস্কের কাছে প্রশ্ন রাখেন, ভারতে কেন টেসলার গাড়ি সহজলভ্য নয়? ভারতে টেসলার ব্যবসা শুরু হতে পারে কবে থেকে। এর উত্তরে এলন মাস্ক লেখেন, ‘‘এখনও সরকারের সঙ্গে লড়াই করে যাচ্ছি।“
Drop here, we in West Bengal have best infra & our leader @MamataOfficial has got the vision.
Bengal means Business … https://t.co/CXtx4Oq7y5
— Md Ghulam Rabbani (রাব্বানী) (@GhulamRabbani_) January 15, 2022
Still working through a lot of challenges with the government
— Elon Musk (@elonmusk) January 12, 2022
এই টুইটকেই রিটুইট করে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি এলন মাস্ককে বাংলায় বিনিয়োগের আমন্ত্রন জানান। উল্লেখ্য,এর আগে আরও দুই অবিজেপি রাজ্য তেলেঙ্গানা ও মহারাষ্ট্র ইতিমধ্যেই এলন মাস্ককে শিল্পে বিনিয়োগের আমন্ত্রন জানিয়েছে। এবার বাংলাও আমন্ত্রণ জানাল টেসলা সিইও এলন মাস্ককে।
আরও পড়ুনঃ “তুই বেড়াল না মুই বেড়াল?” কারা আসল তৃণমূল মমতাপন্থী না অভিষেকপন্থী? উঠছে প্রশ্ন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584