নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতির মধ্যেই গুরুতর অসুস্থতার কারণে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ভর্তি করা হল রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজিকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে তাঁর। সেই কারণে অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে তাঁর।
ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই তিনি অসুস্থতা বোধ করছিলেন। সকাল থেকেই তাঁর মাথায় যন্ত্রণা হচ্ছিল। তার পরেই মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করার সময় সিটি স্ক্যান করান। সেই সময় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকদের পরিভাষায় সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে তাঁর।
আরও পড়ুনঃ বিনামূল্যে করোনা পরীক্ষার কিট দেওয়া বন্ধের নির্দেশ কেন্দ্রের, অসন্তোষ প্রকাশ রাজ্যের
এরপরই নির্মল মাজিকে এসএসকেএম থেকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই একটি বিশেষ চিকিৎসক দলের পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দ্রুত তাঁর অস্ত্রোপচার করা হবে। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ ৫ দিনে পিএম কেয়ারে ৩,৭০৬ কোটি! কে দিল- প্রশ্ন চিদাম্বরমের
পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই নির্মল বাবু অসুস্থতা বোধ করছিলেন। কিন্তু সেই সময়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেননি। অসুস্থ শরীর নিয়েই কলকাতা মেডিক্যাল কলেজের করোনা চিকিৎসার তদারকি করছিলেন। এরপরই গুরুতর আকার নেই তাঁর অসুস্থতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584