বীরভূমে বিক্ষোভের মুখে কৃষিমন্ত্রী

0
59

পিয়ালী দাস,বীরভূমঃ

এবার বিক্ষোভের মুখে রাজ্যে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।সোমবার বিকেলে এলাকার বিধায়ক হিসাবে রামপুরহাট ১ নং ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে মানুষের অভাব অভিযোগ শুনতে গ্রামসভাতে বসেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রীকে হাতের কাছে পেয়ে যাবতীয় ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।কেন প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামের উন্নয়ন হচ্ছে না তা নিয়ে এলাকাবাসীরা প্রশ্ন তোলে।

Minister of Agriculture | newsfront.co
গ্রাম সভাতে কৃষিমন্ত্রী।নিজস্ব চিত্র

আচমকা ক্ষোভের মুখে পড়ে মন্ত্রী মশাই বেশ বেকায়দায় পড়ে যান।সদাহাস্য বিধায়ক বলে পরিচিত আশিস বাবু প্রাথমিক ভাবে মুখের হাসি উড়ে যায়।এরপর পরিস্থিতি সামাল দিয়ে গ্রামের মানুষদের বোঝাবার চেষ্টা করেন আরেকটু সময় পেলেই সমস্ত উন্নয়নের কাজ শেষ করে দেওয়া হবে।কিন্তু গ্রামবাসীরা সবকিছু দিলেও এই সময় দিতেই নারাজ।

কারণ গ্রামবাসীদের বক্তব্য দুটো পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতেছে রাজ্যে তাহলে এর পরেও কেন সময় চাইছে পঞ্চায়েত,কাঁচা রাস্তা পাকা হয়নি,গ্রামে পরিস্রুত পানীয় জল হওয়ার কথা থাকলেও পানীয় জলের সমস্যা মেটেনি,শুধু পঞ্চায়েত নয় সমস্যার কথা জানানো হয়েছিল বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী সাংসদ শতাব্দী রায়কে।

আরও পড়ুনঃ চাকরির নাম করে টাকা, ঠিকাদারকে আটকে বিক্ষোভ প্রতারিতদের

তাতেও সমস্যার কোনো সুরাহা হয় নি। গ্রামের বৃদ্ধ মানুষদের মুখে সমস্যার কথা শুনে মন্ত্রীর সমস্যা যে বাড়বে তা হাড়েহাড়ে টের পাচ্ছিলেন কৃষিমন্ত্রী। যদিও বিক্ষোভের কথা সরাসরি অস্বীকার করেছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন গ্রামের মানুষরা তাদের সামান্য কিছু চাহিদার কথা বলেছেন, বালিয়া গ্রামের গ্রামবাসীরা অত্যন্ত ভদ্র ও সজ্জন ব্যক্তি তারা মমতা বন্দ্যোপাধ্যায় কে যথেষ্ট সম্মান করে তাই বিরোধীরা এই সভা কে বিক্ষোভের সব আখ্যা দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস কে অপদস্ত করার চেষ্টা করছে।

এলাকার বিধায়ক হিসেবে বলেছি অতি দ্রুত গ্রামের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে সমাধান করা। তবে এই সভা কে কটাক্ষ করতে ছাড়েনি বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল, তিনি বলেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিন ঘনিয়ে এসেছে,

এধরনের বিক্ষোভের মুখে আরো তাদেরকে বেশি করে পড়তে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে মানুষের কাছ থেকে টাকা লুট করেছে সে টাকার হিসেব মানুষ একদিন নিজেই বুঝে নেবে শুধু সময়ের অপেক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here