জিয়াগঞ্জ হত্যাকান্ডে মৃত বিউটির বাড়িতে কৃষিমন্ত্রী

0
66

পিয়ালী দাস, বীরভূমঃ

রবিবার মৃত বিউটি পালের পরিবারের সাথে দেখা করেন রাজ্য সরকারের কৃষিমন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জি। তিনি বলেন পরিবারকে সান্ত্বনা দেবার মত কোন ভাষা নেই অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা রামপুরহাটের সিউর গ্রামে ছোট থেকে বেড়ে উঠেছে বিউটি আমরা দেখেছি ওর বেড়ে ওঠা শান্ত স্বভাবের মেয়ে ছিল।

Minister of Agriculture in the house of Beauti | newsfront.co
বিউটির বাড়িতে কৃষিমন্ত্রী। নিজস্ব চিত্র

হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যের বিজেপি নেতারা যেভাবে বন্ধু প্রকাশ পালকে বিজেপির সদস্য বলে দাবি করে এসে যে নোংরা রাজনীতি করছে অত্যন্ত ন্যাক্কারজনক আশিষ বাবু বলেন কেউ মারা গেলে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে তাদের সদস্য বলে এটা ঠিক নয় জিয়াগঞ্জ এ হত্যাকাণ্ড ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক নিন্দাজনক তৃণমূল কংগ্রেস চায় প্রকৃত দোষীরা শাস্তি পায় তিনি এও বলেন বিউটি পালের মামা জহর ঘোষ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু আমরা কখনও এটা দাবি করে চিৎকার করে বলছি না কারণ কোন মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস কখনো রাজনীতি করে না বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করে এটা তাদের রুচি। জিয়াগঞ্জের শিক্ষক পরিবার হত্যাকাণ্ডে এবার নয়া মোড়। খুনের তদন্তে নেমে সিআইডি ও মুর্শিদাবাদ পুলিশ হাতে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। শিক্ষক পরিবার খুনে ষড়যন্ত্রের পাশাপাশি যোগ ঝাড়খণ্ডের সুপারি কিলারের ইতিমধ্যে পাল পরিবারের বন্ধু সৌভিক বণিককে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি তদন্তকারী অফিসারদের দাবি সৌভিক এর সাথে বন্ধু প্রকাশের বেশ মোটা টাকা লেনদেন হয়েছে কয়েকবার সৌভিক ব্যবসার পরিকল্পনা দিয়ে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বন্ধু প্রকাশে কাছ থেকে যে টাকা বন্ধু প্রকাশ বিভিন্নভাবে সুদে টাকা তুলে নিয়ে এসে সৌভিক কে দিয়েছিল সেই টাকা ফেরত চাইতে গণ্ডগোলের সূত্রপাত।

আরও পড়ুনঃ জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক পরিবার খুনের অভিযোগে ধৃত ২

টাকা লেনদেনই এই খুনের মূল কারণ বলে মনে করছে তদন্তকারী দল মুর্শিদাবাদ পুলিশ সূত্রে খবর গত শুক্রবার সিউড়িতে একটি হোটেল থেকে সৌভিক কে আটক করে নিয়ে যায় এই খুনের ঘটনায় পুলিশের তদন্তকারী দল সূত্রে জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদে সৌভিক এর কাছ থেকে বেশ কিছু নতুন নতুন তথ্য উঠে এসেছে ইতিমধ্যে সুপারি কিলার দিয়ে পাল পরিবারের খুনের ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে এক প্রকার নিশ্চিত সিআইডি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ সেই সুপারি কিলার কে খুঁজতে পুলিশের ৩৪ টি দল ঝাড়খন্ড বীরভূমে অভিযান শুরু করেছে মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ জানান তদন্ত গতিপ্রকৃতি সঠিক দিকে এগোচ্ছে খুব দ্রুত এই খুনের কিনারা হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here