নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উদ্বোধন হল ১৬ তম বিশ্ব ডুয়ার্স উৎসব। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে এই উৎসব চলবে দশদিন। উৎসব উপলক্ষে বিশাল মেলা বসেছে উৎসব ময়দানে। হাজির হয়েছে বাংলাদেশ , নেপাল ও ভুটানের প্রতিনিধিরা। মেলা ও উৎসব চলবে একই সঙ্গে।
উৎসবের মূল মঞ্চ ছাড়াও থাকবে শিশু ও কিশোর মঞ্চ। লোকশিল্পীদের জন্য থাকছে আলাদা মঞ্চ। মেলা প্রাঙ্গনে ৭০০-রও বেশি স্টল, হরেক রকম দোকান নিয়ে হাজির হয়েছে। মেলায় এবারও প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০ টাকা।
স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে প্রতিদিনই থাকছে নানান অনুষ্ঠান। বিভিন্ন সরকারি দফতরের স্টলের পাশাপাশি মেলায় থাকছে সেলফি জোন। রবিবার এই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা, আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, ডুয়ার্স উৎসব কমিটির সাধারন সম্পাদক তথা আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, ডুয়ার্স উৎসবের সম্পাদক অনুপ চক্রবর্তী, ভুমি ও ভুমি রাজস্ব ও উদ্বাস্তু, ত্রান ও পূনর্বাসন দফতরের রাজ্য উপদেষ্টা কমিটির সভাপতি মৃদুল গোস্বামি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র সহ বিভিন্ন বিশিষ্ট মানুষেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584