ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
Minister of State for Railways Suresh Angadi passes away in AIIMS, Delhi. He was tested positive for COVID19: AIIMS Top official
(file pic) pic.twitter.com/cE5VsqXEYb— ANI (@ANI) September 23, 2020
প্রয়াত হলেন করোনা আক্রান্ত রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। তিনি আজ সন্ধ্যায় দিল্লির এইমস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই প্রথম কেন্দ্র সরকারের কোন মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
With his indomitable spirit, he carried out public service with humility and perseverance. My thoughts and prayers are with his family and the loved ones.
— President of India (@rashtrapatibhvn) September 23, 2020
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Due to the sad demise of Suresh Angadi, Minister of State for Railways, it has been decided that the national flag will be flown half mast on 24 September 2020 in all Government offices in Delhi where it is usually flown: Ministry of Home Affairs (MHA) pic.twitter.com/N2Gm0NchLP
— ANI (@ANI) September 23, 2020
তাঁর মৃত্যুর শোক জ্ঞাপনে আগামীকাল দিল্লির সমস্ত অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584