নাচে-গানে জমজমাট ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সঙ্গীত সন্ধ্যা

0
699

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

নারী দিবসের প্রাক্কালে ৬ মার্চ দর্শক দরবারে আসছে বাংলা ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। অরিত্র মুখার্জির পরিচালনায় আসছে এই ছবি।

Brahma Janen Gopon Kommoti | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে রুদ্রনীল চৌধুরীর সঙ্গীতায়োজনে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে রয়েছে চারটি গান। গেয়েছেন সুরঙ্গনা ব্যানার্জি, লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য চৌধুরী।

Ritabhari Chakraborty | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

চারটির মধ্যে দুটি ইতিমধ্যেই সামনে এসেছে। বাকি দুটিও শোনা গেল উইন্ডোজ প্রোডাকশন হাউজের অফিসে আয়োজিত মিউজিক্যাল ইভিনিং-এ।

New movie | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

আরও পড়ুনঃ যাত্রা শুরু বোম্বাগড়ের পথে, হাজির পোস্টার

ছবি মুক্তির আগে নাচে-গানে জমজমাট হল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মিউজিক্যাল ইভিনিং। লগ্মজিতার গানের সঙ্গে নাচলেন ঋতাভরী এবং সোহম।

তবে, বসন্ত বিকেলে আকাশের চোখরাঙানিতে কিছুক্ষণের জন্য অনুষ্ঠান বন্ধ থাকলেও বৃষ্টি থামলে ফের সুরেলা ভেলায় ভাসে উইন্ডোজ।

music launch | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

ছবির বিষয়বস্তু সংবাদ মাধ্যমের দৌলতে সকলের জানা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবু একবার বলে দেওয়ার দায় এড়ানো যায় না। বিষয়টা এরকম- মহিলারা অন্যের বাড়িতে পূজার্চনা করবেন কিংবা কারো বিয়ে দেবেন এটা মেনে নিতে আজও অসুবিধা ভারতীয় সমাজের।

Ritabhari and Soham | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

অথচ ঘরে তাঁদেরকেই দিতে হয় সন্ধে, তাঁদেরকেই জ্বালাতে হয় বাতি, তুলসি মঞ্চে মোমবাতি তাঁরাই জ্বালান, লক্ষ্মীর পাঁচালি তাঁরাই পড়েন, মনসা মঙ্গল গোটা শ্রাবণ মাস জুড়ে তাঁদের গলাতেই শোনা যায় ।

Ritabhari | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

কিন্তু কারো বিয়েতে পৌরহিত্য করতে গেলেই প্রশ্ন ওঠে, “এ কি ছেলেখেলা?” কারো বাড়িতে পুজো করতে গেলে প্রশ্ন ওঠে, “পৈতে নেই পুজো করবেন কী ভাবে?” এই সব প্রশ্নকে বুড়ো আঙুল দেখিয়ে অধ্যাপনার পাশাপাশি পুরোহিত হিসেবে নিজের নাম গড়ে তুলেছেন ইন্ডোলজিস্ট তথা অধ্যাপিকা ডঃ নন্দিনী ভৌমিক। বিয়ে দিয়েছেন বহু মেয়ের।

music trailer | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

সেক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। খানিকটা হলেও তাঁর জীবনগাঁথায় অনুপ্রাণিত হয়েই এই ছবি। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকা অযৌক্তিক ট্যাবুগুলিকে ভেঙে ফেলার লক্ষ্যেও তৈরি হয়েছে এই ছবি।

Brahma Janen gopon Kommoti | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

‘উইন্ডোজ প্রোডাকশন্স’-এর প্রযোজনায় আসছে এই ছবি। পরিচালক অরিত্র মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সহ পরিচালক হিসেবে কাজ করছে বেশ অনেকদিন। এবার একার পরিচালনায় বানালেন এই ছবি। তাই জার্নিটা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন অরিত্র স্বয়ং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here