মেচেদায় এনআরসি-র বিরুদ্ধে জনসভায় পরিবহণমন্ত্রী

0
28

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির, অন্তর্গত মেচেদা নবীন সংঘ মাঠে আজ এনআরসি, সিএএ, এনপিআর-এর বিরুদ্ধে জনসভা করেন তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন নন্দীগ্রামে বিধায়ক তথা পরিবহন এবং জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ দিব্যেন্দু অধিকারি, ময়নার বিধায়ক ডঃ সংগ্রাম দোলোই, জেলা সভাধিপতি দেবব্রত দাস সহ নেতৃত্ব।

minister of transport attend in anti nrc public meeting | newsfront.co
নিজস্ব চিত্র

মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন সিপিএমের আমলে অন্যায় করলে কাউকে তোমরা শাস্তি দিয়েছো। কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ অন্যায় করলে হয় অপরাধ করলে কাউকে রিয়াদ করা হয় না।

আমরা কোন অপরাধকে সমর্থন করিনি। এখানকার ব্লক সভাপতি নিজেই আত্মসমর্পণ করে গ্রেফতার হয়েছে। এটাই বিরোধীদের সাথে আমাদের তফাৎ। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট ভেতর আধিকারিকদের মারধরের অভিযোগ ওঠে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার ওপর। এরপর দিবাকর বাবু আত্মসমর্পণ করেন।

minister of transport attend in anti nrc public meeting | newsfront.co
নিজস্ব চিত্র

১৪ দিনের জেল হেফাজত হয় দিবাকর বাবুর। এরপর আরও বলেন যে আমি মানুষের সাথে থাকি, মানুষের সাথে হাটি। আমি ধর্মীয় অনুষ্ঠানে যাই, আমি রাজনৈতিক কর্মসূচিতে যাই, আমার সাথে হাঁটছে কেউ ছবি তুলে নিতে পারে সেই ছবি কেউ ছড়িয়ে তৃণমূল কংগ্রেস কি কালিমালিপ্ত করতে পারে না।

minister of transport attend in anti nrc public meeting | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফালাকাটায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুরগির ছানা বিতরণ

প্রসঙ্গত হলদিয়া মা ও মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্তের সাথে মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবি ঘটনা তুলে ধরেন মন্ত্রী।

এদিন কয়েক হাজার কর্মী সমর্থকদের জমায়েত হয়। কিন্তু আজকে কর্মসূচি মঞ্চের ধারে কাছে দেখতে পাওয়া যায় না তৃণমূলের বহিস্কৃত মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও শান্তিপুর ১ নম্বর অঞ্চলের প্রধান সেলিম মালিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here