ঝাড়গ্রাম জেলা কোর কমিটির বৈঠকে পরিবহন মন্ত্রী

0
51

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলার কোর কমিটির মিটিং অনুষ্ঠিত হলো।এই কোর কমিটির মিটিং এ উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।এছাড়াও আজকের এই কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা পরিষদের সভাপতি, জেলা কমিটির সদস্যবৃন্দ।

Minister of Transport in core team meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও ঝাড়গ্রামের সমস্ত নেতানেত্রীবৃন্দ। ঝাড়গ্রামের ফরেস্টের হলে এদিন কোর কমিটির মিটিং হয়।শুভেন্দু অধিকারী বলেন, “এখানে আমরা নেত্রীর যে কর্মসূচী এবং যে ক্যাম্পেইন চলছে সেগুলো আরও জোরদার করার কথা বলা হয়েছে।”

জেলা কোর কমিটির বৈঠক।নিজস্ব চিত্র

বিজেপি এক লক্ষ সদস্য পদ গ্রহণ করেছে এই কদিনে তার প্রেক্ষিতে তিনি বলেন, “বিজেপি আগে বলেছিল তারা নাকি দুই লক্ষের বেশি ভোটে জিতবে,কিন্তু তারা মাত্র এগারো হাজার ভোটে জিতেছে,ওরা অনেক কিছু দাবি করে কিন্তু সেই দাবির সঙ্গে বাস্তবের কতটা মিল আছে সেটা ভবিষ্যতেই বলবে।”

আরও পড়ুনঃ পিকের সাথে বৈঠক শেষে ‘দিদিকে বলো’ ওয়েবসাইট

নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, “জঙ্গলমহলে শান্তি এবং উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন,২০০৪ সালের পর থেকে জঙ্গলমহলে কেউ আসেনি, ২০১০ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষকে দেখেছেন জঙ্গলমহলের মানুষ তার সঙ্গেই আছেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here