চৌপথিতে চায়ে চুমুক দিয়ে জনসভা সারলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

0
92

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

bjp leader | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার সন্ধ্যায় আলিপুরদুয়ার চৌপথিতে চায়ে পে চর্চা তে অংশ নিলেন আলিপুরদুয়ার সফররত কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এই চায়ে পে চর্চা অনুষ্ঠান ছোটখাটো একটি জনসভায় পরিণত হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আপনারা আমাকে চেনেন না, কিন্তু ভারতীয় জনতা পার্টি কে চেনেন। আজকে আলিপুরদুয়ারের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবার হাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও কাজ কর্মের পুস্তিকা তুলে দিয়েছি এবং সবার কাছে আশীর্বাদ চেয়েছি দলের জন্য।

leader | newsfront.co
নিজস্ব চিত্র

আমি নিশ্চিত আলিপুরদুয়ারের মানুষ ভারতীয় জনতা পার্টি কে দুহাত ভরে আশীর্বাদ দেবেন। এই চায়ে পে চর্চার খুব গভীর গুরুত্ব আছে। চা পান করে গল্প করতে করতে অনেক কথা, অনেক সমস্যার সমাধান হয়ে যায়।” এদিন কেন্দ্রীয় এই মন্ত্রী আরও বলেন, “বিগত লোকসভা নির্বাচনেই এখানের মানুষেরা তাদের মতামত দিয়ে রেখেছেন।

আরও পড়ুনঃ তৃণমূলের আমলে সব থেকে বেশী বঞ্চিত হয়েছেন আদিবাসীরা! কোচবিহারে ক্ষোভ প্রকাশ খগেনের

bjp leaders | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নাগরিকত্ব আইন চালু করার দাবিতে ফের সরব বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

এবার বিধানসভা ভোটে দ্বিগুন উৎসাহে, উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে। আমি আজ বাড়ি বাড়ি মানুষের সঙ্গে সম্পর্ক করে তা পরিষ্কার বুঝতে পেড়েছি।” কেন্দ্রীয় এই মন্ত্রী এদিন উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে কেন্দ্রীয় সরকার কাজ করবে বলে প্রতিশ্রতি দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এদিন বিজেপির কর্মসূচীতে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গংগা প্রসাদ শর্মা ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here