শ্যামল রায়,কালনাঃ
মঙ্গলবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।
প্রতিবছরের মতো এবছরও রাজ্যের অন্যতম মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ তার বিধানসভা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেন।ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের সামনে উপস্থিত থেকে মন্ত্রী স্বপন দেবনাথ ৪৬২ জন ছাত্রীর হাতে তুলে দেন একটি মিষ্টির প্যাকেট একটি করে কলম ও একটি ঠান্ডা পানীয় জলের বোতল।বিভিন্ন উপহার তুলে দিয়ে স্বপন দেবনাথ ছাত্রীদের আশীর্বাদ করে জানান যে তারা জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক দিতে চলেছে তাদের প্রতি অনেক শুভেচ্ছা এবং সাহস যোগাতে,তাদের মনকে আনন্দে ভরে তুলতে উপস্থিত থেকে তিনি যৎ সামান্য উপহার তুলে দিয়েছেন তাদের হাতে।তিনি জানিয়েছেন যে তার বিধানসভা এলাকায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ৪৮০০জন।তিনি ধাত্রীগ্রাম এ উপস্থিত থেকে ছাত্রীদের হাতে সামগ্রী তুলে দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি ছাত্রীদের কাছে উপহার তুলে দিয়েছেন।এদিন উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জি।এছাড়াও এদিন কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের উপহার তুলে দেন তৃণমূল ব্লক সভাপতি প্রণব রায়।এদিন তিনি বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের হাতে একটি গোলাপ একটি পেন জলের বোতল তুলে দেন।
এছাড়াও কালনা শহর এবং কাটোয়া মহকুমাতেও মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একটি কলম এবং জলের বোতল তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।স্থানীয় বিধায়ক রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানান।এছাড়াও কাটোয়া ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তৃণমূল ব্লক সভাপতি সুব্রত মজুমদার এবং জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল প্রমূখ।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরিক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছাবার্তা
মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একটি কলম, মিষ্টির প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী মুন্সি,রেজাউল হক ও মেহেবুব চৌধুরীসহ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584