মনিরুল হক, কোচবিহারঃ
গতকালই সোশ্যাল মিডিয়ায় দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এরপর আজ সকাল সকাল ফের বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে ছুটলেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।
এদিন দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। তবে সরাসরি না বললেও তিনি যে দলে ফিরছেন না তা তার কথাতেই পরিষ্কার।যদিও এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, দলে ফিরবেন কি না মিহিরবাবুই ঠিক করবে। তবে মিহিরবাবু পদত্যাগপত্র দেননি। আমি আজ বিজয়া, দীপাবলির প্রনাম, শুভেচ্ছা জানাতে এসেছি।
আরও পড়ুনঃ সাধারণ ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বামেদের মিছিল
কোচবিহার জেলায় তৃণমূল দলের নতুন জেলা ও ব্লক কমিটির তালিকা প্রকাশের পরই কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় দলের বিভিন্ন সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেন তিনি, এমনকি মুখ্যমন্ত্রী চাইলে বিধায়কের পদও তিনি ছেড়ে দিতে পারেন পারেন বলে জানিয়েছিলেন।
এরপর থেকেই দলের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটাই তলানীতে পৌঁছেছে। একাধিক ইস্যুতে কখনও দলের বিরুদ্ধে আবার কখনও প্রশান্ত কিশরের সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে তাকে।
আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযুক্ত খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের চিকিৎসক
এই পরিস্থিতিতে গত ৩০ অক্টোবর বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন রাজ্য সরকারের দুজন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্মন। তবে, মিহির বাবুকে বাড়িতে পাওয়া যায়নি, জানানো হয়েছিল তিনি তাঁর দিদির বাড়ি আলিপুরদুয়ারে গিয়েছেন।কিন্তু সেখানে গিয়েও পাওয়া যায়নি তাঁকে।
এই নিয়ে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কারন, তার একদিন আগেই কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের সঙ্গে বাড়িতেই সাক্ষাৎ করেছিলেন মিহির গোস্বামী। এ ঘটনায় শোরগোল পড়ে গেছে জেলার রাজনৈতিক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584