মনিরুল হক, কোচবিহারঃ তুফানগঞ্জে খুঁটি পুজোর অনুষ্ঠানে অংশ নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবছর তুফানগঞ্জের আপ টু ডেট ক্লাবের কালীপুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষ আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। এদিন খুঁটি পুজোর পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ করা হয়।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম মিয়া, পুরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা, ব্যবসায়ী সমিতির সভাপতি চাঁদ মোহন সাহা, ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
এদিন ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির করা হয়। ক্লাবের সদস্য ছাড়াও এলাকার বাসিন্দারাও রক্তদান করেন। পাশাপাশি এলাকায় বেশ কিছু গাছ লাগায় ক্লাবের সদস্যরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584