মনিরুল হক, কোচবিহারঃ
বছরের শুরুতে বিদ্যালয়গুলির পঠনপাঠন কর্মসূচীর বাইরে বিভিন্ন বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

সোমবার কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই ক্রীড়া কর্মসূচীর উদ্বোধন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদার ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
কোচবিহার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দৌড়, হাই জাম্প, লং জাম্প, বর্শা ছোড়া, ডিস্ক থ্রো প্রভৃতি খেলায় অংশ নেয় ছাত্রছাত্রীরা।

অন্যদিকে এদিনই কোচবিহার নীলকুঠি রামকৃষ্ণ বয়েজ হাই স্কুলের ৬৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। এই ক্রীড়া অনুষ্ঠানেরও উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু মুর্মু-সহ শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুনঃ বিচিত্র সাইকেল বানিয়ে তাক লাগালেন চোপড়ার সিবেল মিনজ
এই ক্রীড়া কর্মসূচীর উদ্বোধন করে রবি বাবু বলেন, আমরা চাই শিক্ষার অগ্রগতি, গ্রামীণ জীবনে শিক্ষার প্রসার ঘটাতে। রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচী নিয়েছে।

মেয়েরাও যাতে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে না থাকে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন।সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আজ ছাত্রছাত্রীরা সাইকেল পাচ্ছে। তাঁদের পায়ে হেঁটে স্কুলে আসতে হচ্ছে না। বর্তমানে স্কুলছুটের সংখ্যাও কমেছে।
আরও পড়ুনঃ মালদা টাউন হল-এ হোম আবাসিকদের নিয়ে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান পালন
স্কুল বিল্ডিংগুলোকে সংস্কার করে শিক্ষার উপযোগী পরিবেশও তৈরি করা হয়েছে। পঠনপাঠন বাদে ক্রীড়া ক্ষেত্রেও যাতে ছাত্রছাত্রীরা পিছিয়ে না থাকে সেদিকেও নজর দেওয়া হয়েছে।
কারণ খেলার মাঠ শিশু কিশোরদের মনকে সবুজ করে। খেলাধুলা করলে শরীর, মন সুস্থ থাকে। তাই খেলাধুলার ক্ষেত্রেও সকল স্তরের ছাত্রছাত্রীরা যাতে অংশ নেয় তারও আহ্বান জানান মন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584