নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
টোল প্লাজার উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার সকালে তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ, টোল প্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণ করা হয়েছে। এই অভিযোগ তুলে এদিন ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে শান্ত হয় এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, টোল প্লাজা তৈরির জন্য ২০১৪-২০১৫ সালে স্থানীয়দের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে সকল স্থানীয়রা জমি দিয়েছে তাদের ওই টোল প্লাজায় কাজ দেওয়া হবে। কিন্তু সেই কথা দিয়ে কথা রাখেনি বলে অভিযোগ স্থানীয়দের।
আরও পড়ুনঃ আনলক-৪ পর্বে খুলল কোনারক মন্দির
জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ টোল প্লাজা পৌঁছানোর আগেই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিক্ষোভকারীদের সাথে পুলিশের কথা চলাকালীন সেখানে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মন্ত্রীর কনভয়ের সামনে চলে আসেন বিক্ষাভকারীরা। পুলিশি হস্তক্ষেপে তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছান।
এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, টোল প্লাজায় যে নিয়োগ হয়েছে তাতে কোনও স্বজনপোষণ হয়নি। নিয়ম মেনেই নিয়োগ হয়েছে। যা সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুনঃ ঘাটালে সেফহোম উদ্বোধনে জেলাশাসক
টোল প্লাজার বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থার এগজিকিউটিভ জয়ন্ত হালদার বলেন, “আমরা সরাসরি কোনও কর্মী নিয়োগ করিনি। স্থানীয় প্রশাসন আমাদের যে নাম দিয়েছে তাদেরই নিয়োগ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দা ইছব হোসেন, অনিতা সরকার, পবিত্র দাস বলেন, “জমিদাতাদের বঞ্চিত করে টোল প্লাজায় কর্মী নিয়োগ করা হয়েছে। কর্মী নিয়োগে স্বজনপোষণ হয়েছে। এই কারণেই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। যতদিন এই সমস্যা সমাধান না হবে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন আগামীকাল সকালে তৃণমূল কার্যালয়ে বসে সমস্যার সমাধান করা হবে। সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584