বহরমপুরে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান

0
101

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্র সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জীব বলিয়ান। এদিন তিনি বলেন, “পশ্চিমবাংলায় যে পরিস্থিতি তা আর অন্য কোথাও নেই। জনতা ঠিক করবে কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না।

sanjeev baliyan | newsfront.co
সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী। নিজস্ব চিত্র

পশ্চিমবাংলা এমন একটি জায়গা যেখানে কেন্দ্র সরকারের বেশির ভাগ যোজনা পৌঁছায়নি। এটাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি সৃষ্টি করেছে মনে হয় না এরকম পরিস্থিতি অন্য কোথাকার মুখ্যমন্ত্রী করেছেন! আমাদের গৃহমন্ত্রী বলেছেন পশ্চিম বাংলায় ২৯৪ টি আসনের মধ্যে ২০৮ এর কাছাকাছি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির।

আরও পড়ুনঃ তৃণমূলের আমলে সব থেকে বেশী বঞ্চিত হয়েছেন আদিবাসীরা! কোচবিহারে ক্ষোভ প্রকাশ খগেনের

মুর্শিদাবাদ জেলা একদম বর্ডার লাগোয়া এবং খুব সংবেদনশীল জায়গা। যেভাবে সম্ভব পশ্চিমবাংলায় আমরা কাজ করব। ২০১৪ সালে যে স্থানে ছিলাম তার থেকে এখন অনেক ভালো পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির। বিজেপির এই পরিণাম কর্মকর্তাদের প্রচেষ্টার ফল।

সাধারণ মানুষের সাথে সাথে আমাদের বিশ্বাস ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। সাধারণত তৃণমূলের সাথেই এই লড়াইটা হবে, তবে মুর্শিদাবাদের পরিস্থিতি অন্য। এখানে অন্যান্য পার্টির কর্মকর্তারা রয়েছে।”

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির রজতজয়ন্তীতে আসছে পদ্মশ্রী প্রাপক করিমুল হক

পাশাপাশি তিনি এই জেলায় মিম সংগঠন নিয়েও সরব হন। মুর্শিদাবাদ বর্ডার এলাকা হওয়ায় এই জেলার সুরক্ষার চিন্তাভাবনা রয়েছে কেন্দ্র সরকারের বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here