শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বালুরঘাট হাই স্কুল মাঠে ২৪ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে বই মেলা একটি র্যালির মাধ্যমে বালুরঘাট শহরে বই মেলার প্রচার চালায় দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা কমিটি।
এরপর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর হাতে ফিতা কেটে উদ্বোধন হয় দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার। এই বইমেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ বিশিষ্টজনেরা।
আজকের এই বইমেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ক্ষুদে শিল্পীরা নৃত্যের মাধ্যমে উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করে। দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় এই বছর প্রায় ৭৫ টি দেশি-বিদেশি বইয়ের স্টল আছে বলে জানা গেছে। বইমেলা উপলক্ষে প্রতিদিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানায় বই মেলা কমিটি। আগামী সাত দিন ধরে চলবে এই বইমেলা। বইমেলা উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বইপ্রেমীদের উৎসাহ চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584