সাঁকোয়া এলাকায় দরিদ্র মানুষদের সামগ্রী বিতরণ মন্ত্রী সৌমেন মহাপাত্রের

0
69

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশ জুড়ে লকডাউন চলছে। আর লকডাউন এর ফলে দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষেরা চরম সংকটের মধ্যে পড়েছেন । যার ফলে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দরিদ্র গ্রামবাসীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Soumen Mahapatra | newsfront.co
দুঃস্থদের পাশে রাজ্যের মন্ত্রী। নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর লোকাল থানার সাঁকোয়া এলাকায় রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র রবিবার দরিদ্র গ্রামবাসীর হাতে চাল, ডাল, আলু, মুড়ি, বিস্কুট ও সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।

আরও পড়ুনঃ সংকটকালীন পরিস্থিতিতে বড়াইল অনাথ আশ্রমের শিশুদের পাশে দাঁড়ালেন সহৃদয় চিকিৎসক

এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, যেদিন থেকে লক ডাউন শুরু হয়েছে সেই দিন থেকে পিংলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি দরিদ্র গ্রামবাসীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন । আর আগামী দিনগুলো তিনি দরিদ্র গ্রামবাসীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেবেন।

এছাড়াও তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিনরাত এক করে করোনা ভাইরাস এর বিরুদ্ধে কাজ করছেন। পাশাপাশি সর্বস্তরের মানুষকে লক ডাউন মেনে চলার নির্দেশ দিয়েছেন । তাই মুখ্যমন্ত্রীর দেখানো পথে তিনি অসহায় দরিদ্র মানুষের পাশে রয়েছেন বলে জানান ।

এমনকি তিনি আরও বলেন যে করোনা নিয়ে ভয় পাবেন না, আতংকিত হবেন না । রাজ্য প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।

এ ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ ও এই লক ডাউন মেনে চলার ও সকলকে বাড়িতে থাকার আবেদন জানান। পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেব আপনাদের বাড়িতে ।কিন্তু আপনারা কেউ বাড়ির বাইরে বের হবেন না বলে সৌমেন বাবু সকলের কাছে আবেদন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here