নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলা। মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে এই মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ড: সৌমেন মহাপাত্র। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ড: রশ্মি কোমল সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা।
এই মেলার প্রধান আকর্ষণ হল মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা হাতে তৈরি বিভিন্ন ধরনের কারুকার্য। এছাড়াও রয়েছে সরকারী স্টল ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ও ক্রেতা সুরক্ষা ও সচেতন বিষয়ক স্টল। এই মেলা আগামী ১৪ ই জানুয়ারি পর্যন্ত চলবে।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
আরও পড়ুনঃ ‘সবার আগে রাজ্যপাল কে তাড়ানো উচিত’, খড়্গপুরে মন্তব্য মদন মিত্রের
তিনি বলেন, এই মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাবে। তিনি সর্বস্তরের মানুষকে এই মেলায় আসার আহ্বান জানান এবং সবলা মেলার সাফল্য কামনা করে তোলার জন্য তিনি সকলকে সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুনঃ স্বনির্ভরতার লক্ষ্যে বালুরঘাটে গ্রামীণ মহিলাদের মুরগির বাচ্চা প্রদান
সেই সঙ্গে তিনি বলেন এই মেলার গুরুত্ব অনেক,কারণ যারা এই মেলায় স্টল দিয়েছে তারা হলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। তিনি মেলা প্রাঙ্গণে থাকা স্টল গুলি ঘুরে দেখেন। সবলা মেলার আয়োজন করার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584