নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত ১৫ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির ও চারাগাছ বিতরণের মাধ্যমে শারদোৎসবের শুভ সূচনা হয়েছিল খুঁটি পুজোর মধ্য দিয়ে।
গতকাল অর্থাৎ চতুর্থীর সন্ধ্যায় পাঁশকুড়ার মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির দুর্গা পুজোর উদ্বোধন করেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। সঙ্গে ছিলেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র।
সৌমেন মহাপাত্র পুজো মন্ডপের ফিতা কেটে মণ্ডপ ও মূর্তির উদ্বোধন করেন। এবছর মহামারি করোনার ছোবলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবু এখনও অসচেতন অনেকেই ৷ কোথাও ভিড় করে চলছে পুজোর কেনাকাটা, আবার কোথাও ঠাসা ভিড়ে ঠাকুর দেখার ধুম পড়ে গিয়েছে শহরতলিতে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব
সেই সব দিক খেয়াল রেখে কড়া নজরদারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম নীতি মেনে পাঁশকুড়ার মেচগ্রামের ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধন করা হয় । হাইকোর্ট রায় দিয়েছে প্রতিটা পুজো মন্ডপ হবে কনটেইন্টমেন্ট জোন।
আরও পড়ুনঃ ক্লিক করে প্রতিমা দর্শনের উদ্যোগ
সেদিকে নজর রেখেই মেচগ্রামের এই পুজোতে শুধু মাত্র সদস্য ছাড়া পুজো মন্ডপে কেউ প্রবেশ করতে পারবে না। ব্যারিকেড দেওয়া থাকবে, তাই ব্যারিকেডের বাইরে থেকে ঠাকুর দর্শন করে চলে যেতে হবে দর্শনার্থীদের।
অষ্টমীর মহাপুজোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ এই কঠিন পরিস্থিতি সামলাতে পুজো কর্তৃপক্ষ এরকম ই উদ্যোগ গ্রহণ করেছে এই বছর ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584