বারবার বুনো হাতী হানায় সন্ত্রস্ত ডুয়ার্সবাসী

0
89

আলিপুরদুয়ার, ২২ ডিসেম্বর :

বুনো হাতির লাগাতার আক্রমণে রীতিমতো ভয়ে সিটিয়ে রয়েছেন বাসিন্দারা । দুএকদিন নয়, প্রায় মাস খানেক সময় ধরেই চলছে এমন পরিস্থিতি । কয়েক দিন যেতে না যেতেই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে বুনো হাতির দল । ভেঙে দিচ্ছে ঘরবাড়ি, তছনছ করছে ফসলের খেত । বসতবাড়ি লাগোয়া জমিতে লেবু, সুপারি, কলা বাগানও লন্ডভন্ড করে দিচ্ছে হাতির দল । আর এমন ঘটনায় রীতিমতো দিশেহারা সেইসঙ্গে আতঙ্কিত হয়ে পড়েছেন ডুয়ার্সের কালচিনি চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা ।

ভূক্তভোগী এক গ্ৰামবাসী

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেও এক দল হাতি বক্সা ব্যঘ্র প্রকল্পের পানা রেঞ্জের জঙ্গল থেকে বেড়িয়ে এসে হামলে পড়ে লোকালয়ে । ফলে ব‍্যাপক ক্ষতি হয় কালচিনি চা বাগানের শ্রমিক লাইনে । ওই হামলার ঘটনায় চা বাগানের গুদাম লাইন, ফ‍্যাক্টরি লাইন, স্কুল লাইনের কুড়িটি শ্রমিক আবাসনের ক্ষতি করে হাতির দল । গুদাম লাইনের হাজরা বিবি,পাটলি মাহালি, অপসনা বিবি , রাজেন মাহালি ,লিলা মাহালি, বচন মাহালি, সাইরা বানোদের মতো বেশ কয়েকজন শ্রমিকের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয় । এছাড়া আরও শ্রমিক আবাসনের ক্ষতি হয় । স্থানীয় একটি বিদ্যালয়েও তান্ডব চালায় হাতির দল । অভিযোগ, বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলেও তারা সময়মত ঘটনাস্থলে আসছেন না । ফলে ছোট ছোট শিশুদের বুকে আগলে কার্যত আতঙ্ক নিয়েই রাত জাগতে হচ্ছে শ্রমিকদের । জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকায় আসেন পানা রেঞ্জের কর্মীরা । এব্যাপারে বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) ডেপুটি ফিল্ড ডাইরেক্টর (ডিএফডি) প্রদীপ বাউরি জানিয়েছেন, ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট রেঞ্জের আধিকারিকদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here