নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় বিডিও অফিসে গিয়ে দুয়ারে সরকারের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বৃহস্পতিবার পিংলা ব্লক কার্যালয়ে গিয়ে এক এক করে সমস্ত কাজ খতিয়ে দেখেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরীমন্ত্রী সৌমেন মহাপাত্র। দুয়ারে সরকার কর্মসূচিতে এসে হাতের সামনে মন্ত্রীকে পেয়ে খুশি সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর হাতে হল মাঝেরহাট ব্রিজের উদ্বোধন, প্রায় সম্পূর্ণ টালা ব্রিজ ভাঙার কাজ
মন্ত্রী এদিন স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্য সাথী, জাতি শংসাপত্র প্রদান সহ সবকটি স্টল ঘুরে দেখেন। লাইনে দাঁড়ানো মানুষের কি কি সমস্যা হচ্ছে তা জেনে দ্রুত তা সমাধানের চেষ্টা করেন।
মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, “বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানুষের বাড়ির কাছে সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণের ব্যবস্থা করেছেন, এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584