পিয়ালী দাস, বীরভূমঃ
চিনা সেনার ঘায়ে শহিদ রাজেশ ওরাংয়ের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
শহিদ রাজেশ ওরাংয়ের গ্রামের বাড়িতে সকালেই পৌঁছোন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলা এবং ভারতের গর্ব রাজেশ দেশকে রক্ষা করতে গিয়ে যেভাবে প্রাণ দিয়েছে, সেজন্য তাকে রাজ্য সরকারের তরফে সম্মান জানাচ্ছি।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন শহিদ রাজেশের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।’ পাশাপাশি তিনি জানান, ‘রাজেশ ওরাং বীরভূমের বীর সন্তান। ওনার পরিবারের যেকোনো সমস্যায় পাশে থাকব।’
সমবেদনা জানাতে বেলগড়িয়া গ্রামে পৌঁছান সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা। শহিদ সৈনিক রাজেশ ওরাং পরিবারের সাথে দেখা করেন সমবেদনা জানান তিনি। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, গ্রামের প্রবেশের মুখেই রাজেশের একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে যেখানে প্রত্যেক বছর রাজেশের শহিদ হওয়ার দিনটি পালন করা হবে।’
আরও পড়ুনঃ শহিদ বিপুল রায়ের কফিনবন্দি দেহ ফিরছে গ্রামের বাড়িতে
বৃহস্পতিবার সন্ধ্যা গড়িয়ে গেলেও রাজেশের নিথর দেহ গ্রামে পৌঁছায়নি আবহাওয়া খারাপ থাকার কারণে। দূরদূরান্ত থেকে যেসব মানুষরা শেষবারের মতো রাজেশকে দেখতে এসেছিলেন, কার্যত হতাশ হয়েই তারা বাড়ি ফিরে গেলেন।
শেষবারের মতো রাজেশকে বিদায় জানানোর জন্য তৈরি ছিল গোটা বেলগড়িয়া গ্রাম। ফুল দিয়ে সাজানো হয়েছিল গাড়ি। গ্রামের প্রবেশের পথে বিভিন্ন জায়গায় রাজেশের ছবি লাগানো হয়েছিল। কিন্তু বিকেল নাগাদ খবর আসে, আজ রাজেশের নিথর দেহ পৌঁছাচ্ছে না।
শুক্রবার সকালে সম্ভবত রাজেশকে নিয়ে গ্রামে পৌঁছোবে সেনাবাহিনীর কনভয়। সঙ্গে থাকবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুজন করে প্রতিনিধি। জেলা প্রশাসন সূত্রে খবর, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শহিদ রাজেশ ওরাংকে বিদায় জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584