ক্যানসার আক্রান্ত কলেজ ছাত্রীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা মন্ত্রী শুভেন্দুর

0
53

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

party member | newsfront.co
নিজস্ব চিত্র

ক্যানসার আক্রান্ত এক কলেজ ছাত্রীর চিকিৎসার জন্য অনুগামীদের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থসাহায্য পাঠালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

বেলপাহাড়ি ব্লকের এড়গোদা অঞ্চলের জয়পুর গ্রামের বাসিন্দা নবকুমার দাসের বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দেন মন্ত্রীর অনুগামীরা। গলায় মন্ত্রীর ছবি ঝুলিয়ে এদিন জয়পুর গ্রামে হাজির হন শুভেন্দুবাবুর অনুগামী স্নেহাশিস ভকত, শান্তনু মাহাতো, শুভেন্দু ভুই, সৌমেন আচার্যের মতো ১৫-২০ জন।

support | newsfront.co
সাহায্য প্রদান। নিজস্ব চিত্র

শিলদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী জয়িতা দাসের ক্যানসার ধরা পড়ে মাস খানেক আগে। দরিদ্র পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মেয়ের চিকিৎসা চালানোর মতো আর্থিক সঙ্গতি নেই নবকুমার দাসের। তিনি নিজেও অসুস্থতার কারণে দৃষ্টিহীন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দফতরের আর্থিক সহযোগিতায় গড়া হচ্ছে নল বাহিত জল প্রকল্প

student | newsfront.co
নিজস্ব চিত্র

ছোট মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। নবকুমারবাবু সম্প্রতি মন্ত্রীকে ফোন করে অসহায়তার কথা জানান। এরপরেই শুভেন্দুবাবু প্রতিনিধি মারফত এসএসকেএম হাসপাতালে জয়িতার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দেন। অনুগামীদের পাঠিয়ে নবকুমারকে অর্থসাহায্যও করেন শুভেন্দুবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here