কোভিড-১৯ মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান মন্ত্রীর

0
50

শ্যামল রায়, কালনাঃ

করোনা মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৪ হাজার টাকার চেক তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
জানা যায়, করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যে রাজ্যে দ্বিতীয় দফায় চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে বহু শ্রমজীবী মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায় সেই সব অসহায়দের পাশেও এদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন মন্ত্রী স্বপন দেবনাথ।

donation | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয়, বিভিন্ন রেল স্টেশনে ভবঘুরেদের মধ্যেও শুকনো এবং রান্না করা খাবার বিতরণ করা হয়। এমনকি জনগণের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন বার্তা দেওয়ার পাশাপাশি সংক্রমণ রুখতে সাবান এবং মাস্ক বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ লকডাউন সাফল্যে ফুল দিয়ে পুলিশকে সম্মান জ্ঞাপন

যদিও এ প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় আমরা জনগনের পাশে আছি। ভাইরাস মোকাবেলার জন্য আমাদের কালনা মহকুমার বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য ও কর্মদক্ষরা মিলে এই অর্থ আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলাম’। পাশাপাশি লকডাউন মেনে সবাইকে চলতে হবে । এমনকি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।

অর্থাৎ সমস্যাটা খুব কঠিন,তাই সারা বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতেই লকডাউন চলছে। আর এটা আমাদের সকলকে মেনে চলতে হবে। এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সাবান দিয়ে হাত ধুতে হবে এবং বাইরে বের হলে মাস্ক পরিধান অবশ্যই করতে হবে বলেও জানান মন্ত্রী। তবে সব মিলিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ১১ লক্ষ টাকা দান করলেন বলে জানান মহকুমা শাসক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here