মনিরুল হক,কোচবিহারঃ
শহরের সাথে রেল স্টেশনের যোগাযোগ দ্রুত করার লক্ষ্যে কোচবিহার বিমান বন্দর সংলগ্ন নির্মীয়মাণ রাস্তার কাজ পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।মঙ্গলবার জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল আহমেদকে নিয়ে ওই রাস্তা পরিদর্শন করতে যান মন্ত্রী।তিনি জানান,”উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ৪.৩০ কোটি টাকা ব্যয়ে ওই রাস্তার কাজ চলছে।সেতু, গার্ড ওয়াল,ড্রেন সহ ওই রাস্তা নির্মাণ করা হচ্ছে।রাস্তা নির্মাণের কাজ করতে গিয়ে সম্প্রতি স্থানীয় কিছু বাসিন্দার সমস্যা হচ্ছিল।তাদের বক্তব্য জেনে সমস্যা মেটানো হয়েছে।”এখন ওই রাস্তার কাজ দ্রুত শেষ করতে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করবেন।
রাস্তার কাজ সম্পূর্ণ হলে কোচবিহার শহর থেকে নিউ কোচবিহার রেল স্টেশনে খুব কম সময়ে পৌঁছানো সম্ভব হবে।এছাড়াও ওই এলাকার বাসিন্দাদের যাতায়াতে অনেকটাই সবিধা হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুনঃ আবির্ভাব দিবসে তাড়াপীঠের ইতিহাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584