নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
রাজ্যের বেকার সমস্যা নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে।জঙ্গলমহলের বেকার সমস্যা দূর করতে উদ্যোগী রাজ্য সরকার।রবিবার পাট শিল্পক্ষেত্রে চাকরির সুবিধার্থে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষন প্রকল্পের শুভ সুচনা করলেন রাজ্যের শ্রম কল্যান মন্ত্রী মলয় ঘটক ।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রশিক্ষন প্রকল্পের শুভসূচনা হয় । প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক । শ্রমমন্ত্রী বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় শ্রমদপ্তরের সহযোগিতায় জুট শিল্পের চাহিদার কথা চিন্তা করে প্রশিক্ষন দেওয়ার বন্দ্যোবস্ত করা হয়েছে ।সারা পশ্চিমবঙ্গে দশটি সেন্টারে এই প্রশিক্ষন শুরু হল । প্রত়্যেক মাসে আশি জন করে প্রশিক্ষন দেওয়া হবে । প্রশিক্ষন চলাকালিন প্রতিদিন একশো টাকা করে স্টাইফেন দেওয়া হবে এবং যে জুটমিলে প্রশিক্ষন নিতে যাবে প্রশিক্ষনরত যুবক তাদের প্রথম মাসে ১৮০ টাকাএবং পরের মাসে ২৫০ টাকা করে দেওয়া হবে এবং যেই তিনমাসে তাদের প্রশিক্ষন শেষ হয়ে যাবে সেই তারা জুট মিলে চাকরীর সুযোগ পাবে।
ঝাড়গ্রামের বনদপ্তরের অকশন হলে শ্রমমন্ত্রী এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আয়েষা রাণী এ ,ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা ,গোপিবল্লভপুরের বিধায়ক চূড়ামনী মাহাত ,সচিব শ্রম দপ্তর অমর নাথ মল্লিক এছাড়া অনেক মাননীয় গুনিজন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584