শান্তনু পুরকাইত,দক্ষিণ চব্বিশ পরগনাঃ
মা বকাবকি ও মারধোর করে অভিমানে আত্মঘাতী চোদ্দ বছরের নাবালিকা।মা সাবিনা বিবি।মৃতা নাবালিকা তামান্না খাতুন।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানার আকড়া মাগুরার মণ্ডল পাড়ায়।ঘটনার জেরে এলাকাই শোকের ছায়া নেমে এসেছে।গতকাল কাল মা সাবিনা বিবি মেয়ে তামান্না খাতুন কে ৫০ টাকা দিয়েছিল।

তামান্না সেই ৫০ টাকা হারিয়ে ফেলে।সেই জন্য মা সাবিনা বিবি বকাবকি ও মারধোর করে।বাড়িতে কেউ না থাকাই ঘরের দরজা বন্ধ করে বাঁশের সঙ্গে নিজের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।সন্ধ্যার সময় সাবিনা বিবি কাজের বাড়ি থেকে এসে মেয়েকে ডাকাডাকি করে।সারা না পেয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করে। খুলছে না দেখে জানালা দিয়ে দেখে যে তামান্না খাতুন ঝুলছে চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসে।ঘরের দরজা ভেঙ্গে তামান্না কে বের করে।

স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোম নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকেরা মহেশতলা থানার পুলিশকে খবর দিলে মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে।আজ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।ময়নাতদন্তের পর দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেবে।মহেশতলা থানার পুলিশ।নুন আনতে পান্তা ফুরায় পরিবারের।তামান্নার বাবা দর্জির কাজ করে মা পরিচারিকা।অভাবের সংসারে পঞ্চাশ টাকা হারানোর কষ্টে সাবিনা বিবি বকাবকি ও মারধোর করে।
আরও পড়ুনঃ কীটনাশক খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584