তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পরিচয়। বাড়ে ঘনিষ্ঠতা, তারপর মনের সাথে মনের মিল, অবশেষে প্রেম। আর তাতেই বাধা পরিবারের। পরে অসমাপ্ত প্রেমকে সমাপ্ত করতে প্রেমিকার ওপর মানসিক চাপ সৃষ্টি ও ব্ল্যাকমেইলের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক ও পরিবারের আত্মসম্মান বাঁচাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বড়ঞা ব্লকের শ্রীহট্ট গ্রামের মুসকান খাতুন নামের দশম শ্রেণীর এক কিশোরী।

জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় তার নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পরে পরিবারের লোকজন দেহ উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

মৃত কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, বিগত ২ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সাথে পরিচয় হয় ওই কিশোরীর। তারপর তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যায়, পরে পরিবারের পক্ষ থেকে বিগত ৬ মাস আগে সেই সম্পর্ক বিচ্ছেদ ঘটানো হয়। যার জেরে অভিযুক্ত ওই যুবক ওই কিশোরীর ওপর মানসিক চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। আর যার জেরে এই ঘটনা বলে দাবি মৃত কিশোরীর পরিবারের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি চেয়ে দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃত কিশোরীর বাবা।
আরও পড়ুনঃ ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে মৃত্যু ৪ জওয়ানের, আহত ৩
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584