শ্যামল রায়,নবদ্বীপঃ
বাবার কাছে বারবার মোবাইলের আবদার ছিল মেয়ের।টোটো চালক বাবা আর্থিক ভাবে সংকটের কারণে মেয়েকে মোবাইল কিনে দিতে পারেনি।তাই রাগে-অভিমানে মোবাইল না পাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে নবদ্বীপ শহরের এক নাবালিকা।
জানা গিয়েছে যে মৃত নাবালিকার নাম মৌসুমী দেবনাথ (১৬)।ঐ ছাত্রী একাদশ শ্রেণীতে পড়ত বলে জানা যায়।বাড়ি নবদ্বীপের মাজদিয়া বেলডাঙ্গায়।বাবা প্রদীপ দেবনাথ পেশায় টোটো চালক জানিয়েছেন যে দিন দশেক মত মেয়ে বারবার মোবাইল কিনে দিতে বলেছিল।
আর্থিক কারণে মেয়ের আবদার মিটাতে পারছিল না কারন টোটো গাড়ির ব্যাটারি ও নষ্ট হয়ে পড়ায় তাকে গাড়ির ব্যাটারি কেনার জন্য অর্থ দরকার।
আরও পড়ুনঃ আত্মঘাতী কর্মরত বিএসএফ জওয়ান
তাই মেয়ের জন্য মোবাইল কিনে নিতে পারছিলেন না বাবা।বাড়িতে মা-বাবা দুজন ছাড়া আর কেউ না থাকার কারণে মৌসুমী দুপুর বেলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।
প্রতিবেশীরা ঘরের জানলা দিয়ে মৌসুমীর ঝুলন্ত দেহ দেখতে পান এবং ঘরের দরজা ভেঙে মৌসুমী দেহ উদ্ধার করা হয়।পুলিশকে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মঙ্গলবার।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584