নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রাত পোহালেই খুশির ইদ। নামাজ পাঠে মেতে উঠবেন ইসলাম ধর্মাবলম্বী সকল মানুষ। এই পবিত্র দিনে অতিমারীর ভয়াবহতার কথা মাথায় রেখে মসজিদে গিয়ে ছোট ছোট জমায়েতে নামাজ পাঠের অনুরোধ জানালেন নাখোদা মসজিদের ইমাম শফিক কাসেমি।
অতিমারীতে শহিদ হয়ে যাওয়া মানু্ষদের আত্মার শান্তি কামনা আর আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর কাছে প্রার্থনাও জানালেন তিনি।বলাবাহুল্য, গত চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা হলেও কম ছিল দেশে। কিন্তু বৃহস্পতিবার ফের উদ্বেগ বাড়াল কোভিড (COVID) সংক্রমণের পরিসংখ্যান।
এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতেই ইদ উদযাপন নিয়ে সতর্ক করলেন বিনোদন দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব মীর আফসার আলি।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন– “ইদের নমাজ জানাজার নমাজ না হয়ে যায়। প্রার্থনা বাড়িতেও হতে পারে। সুরক্ষিত থাকুন।” নিজের বার্তার ক্যাপশনে মীর লিখেছেন- “উৎসব পরে হবে, আগে প্রাণে বাঁচুন।”
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে আরও ১৬দিন বাড়ল আংশিক লকডাউনের মেয়াদ
কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষ আবেদন জানিয়ে মীর লিখেছেন- “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার বিনীত অনুরোধ ‘জব জিন্দা থে পুছা নেহি, জো মর গ্যায়ে আয়ে হ্যায় সোগ মানানে…’ স্যার, মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না। দয়া করে তাঁরা বেঁচে থাকতে কিছু একটা করুন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584