মীর রাকেশের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ ঝালমুড়ি বিক্রেতার হাত দিয়ে

0
430

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Mir Rakesh's first poetry release
নিজস্ব চিত্র

বইমেলা যেমন ছোট থেকে বড় সমস্ত পাঠকদের জন্য,ঠিক তেমনই বইমেলাটা ফেরিওয়ালাদের জন্য চা বিক্রেতা,ঘটি গরম বিক্রেতা,ঝাল মুড়ি বিক্রেতা থেকে শুরু করে বাদাম বিক্রেতা এদেরও।রুজি রুটির প্রয়োজনে এলেও এঁরাও অনান্য মেলার মতোই বইমেলারও অঙ্গ।বইমেলার প্রাঙ্গণে এসে যেমন বিভিন্ন স্টলে স্টলে ঘুরে বই বাছাইয়ে ব্যস্ত থাকেন পাঠকরা ঠিক তেমনিই কেনাকাটার পর একটু হাতে গরম কফি বা একটু মুড়ি হাতে নিয়ে বসে থাকতে থাকতে চলে গভীর জ্ঞানের আলোচনা বা নিপাট আড্ডা।৭ জানুয়ারি থেকে চলছে মুর্শিদাবাদ জেলা বইমেলা।এই মেলা প্রাঙ্গনে গতকাল মীর রাকেশ রৌশনের প্রথম কাব্যগ্রন্থ ‘নস্টালজিয়া’ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেলা প্রাঙ্গনে।মেলার অঙ্গ হলেও ব্রাত্য থাকা ফেরিওয়ালাদের প্রতিনিধি হিসাবে এক কফি বিক্রেতা এবং ঘটি গরম বিক্রেতার হাত দিয়েই প্রকাশ হল এই কাব্যগ্রন্থের।কাব্যগ্রন্থের এমন অভিনব প্রকাশ অনুষ্ঠানে খুশি এই বিক্রেতারা।শ্রেণী বৈষম্যের বিরুদ্ধেই কবি রাকেশের কলম।মেলা প্রাঙ্গনে কাব্যগ্রন্থের উদ্বোধনেও বৈষম্য মোচনের প্রচেষ্টা।বছর বছর ধরে যারা চা কফি মুড়ি খাইয়ে এসেছেন বইপ্রেমীদের, উপার্জনও করেছেন কিন্তু আজ পর্যন্ত এইভাবে কোনদিন এত মর্যাদা পাননি।কবির বই প্রকাশ করে যথেষ্ট সম্মান পেলেন বলেই অভিমত ফেরিওয়ালাদের। ‘নস্টালজিয়া’ বইটির মধ্য দিয়ে কবি নিজের বহু ভাবধারাকে প্রকাশ করেছেন।আবার প্রকাশকালীন সময়ে একটু মজা করে বলেছেন এটিতে বকওয়াস ছাড়া আর কিছু নেই।

Mir Rakesh's first poetry release
নিজস্ব চিত্র

আরও পড়ুন: আত্রেয়ীর নাব্যতা ফেরাতে উদ্যোগী প্রবীনরা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here