নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা কৈবতরের বাড়ির সামনে বৃহস্পতিবার রাতে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। যদিও এই বিষয় নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি পম্পা কৈবতর।


তবে এই বিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা গুড়ুপ্রসাদ মুখার্জি জানান, নির্বাচনের ফল প্রকাশের দিন থেকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা পম্পা কৈবতরের বাড়ি সামনে হামলা চালাচ্ছে ও অশ্লীলভাষায় গালিগালাজও করছে।পম্পা কৈবতরকে তৃণমূল দলে ফিরে আস্তে জোরও করা হয় এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয় তাকে।

অভিযোগ, দুষ্কৃতিকারীরা মোটা অংকের টাকাও দাবি করেন।এরপর কান্দি থানায় খবর দেওয়া হলে কান্দি থানার পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কান্দি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রূপপুর জেলেপাড়া এলাকাজুড়ে।
আরও পড়ুনঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে, নির্বাচনের পরে যেখানে একজন জনপ্রতিনিধি নিরাপদ নয় সেখানে কিভাবে সাধারণ মানুষ নিরাপদে থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584