গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আমগুড়ি বাজারে। সোমবার সকালে এই ঘটনায় ব্যপকভাবে চাঞ্চল্য ছড়ায়। রীতিমতো আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। যদিও অনেক দোকানে তালা ভাঙলেও সব দোকানে চুরি করতে পারেনি চোর। তবে বেশ কয়েকটি দোকানে নগদ টাকা খোয়া গিয়েছে বলে জানান ব্যবসায়ীরা ৷
আমগুড়ি বাজারের গালামাল ব্যবসায়ী উত্তক কুমার ঘোষ জানান, এদিন সকালে এসে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ক্যাশে নগদ টাকাও চুরি গিয়েছে বলে জানান তিনি। বাজারে আরেক সেলুন ব্যবসায়ী দীপক শীল বলেন তার দোকানের জানালা ভেঙে ক্যাশ থেকে নগদ টাকা চুরি করে পালিয়েছে চোরের দল।
আরও পড়ুনঃ বীরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১
আরও এক ব্যবসায়ী উত্তম রাউত বলেন সকালে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা, কি চুরি হয়েছে তা এখনও বুঝে উঠতে পারেননি। মোট আটটি দোকানে তালা ভাঙা অবস্থায় ছিলো বলে জানা গিয়েছে। সকলেই রাতে পাহারাদার নিয়োগ করার দাবি জানিয়েছেন।
আমগুড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি কান্ত নারায়ণ রায় বলেন , তারা ময়নাগুড়ি থানায় লিখিতভাবে অভিযোগ জানাবেন। আগামীতে বাজারে যাতে পুলিশি নিরাপত্তা থাকে সেজন্য আবেদন জানানো হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584