মনিরুল হক, কোচবিহারঃ
বিতর্কের পরেও ঠাকুর পঞ্চানন মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে ‘মিস ফ্রেশার্স’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারে।আজ কোচবিহারের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর পঞ্চানন মহিলা কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট আমিনা আহমেদ, কলেজের অধ্যক্ষা ও আরও কয়েকজন। এদিনের অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন,কলেজের প্রেসিডেন্টের মেয়ের উদ্যোগে এবার প্রথম এই ‘মিস ফ্রেশার্স’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।এদিন কলেজের বহু ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল।জানা গিয়েছে, নাচ, গান, সৌন্দর্য ইত্যাদি বিষয় উপর এই প্রতিযোগিতা হচ্ছে।গত পরশু এই ‘মিস ফ্রেশার্স’ প্রতিযোগিতাকে কেন্দ্র করে কলেজের স্টুডেন্ট ফোরামের সমর্থক ছাত্রীদের সঙ্গে টিএমসিপি সমর্থক ছাত্রীদের গণ্ডগোল বাঁধে।স্টুডেন্ট ফোরামের অভিযোগ, টিএমসিপি সমর্থক ছাত্রীরা ‘মিস ফ্রেশার্স’ নামে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। কলেজের ছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নানা ভাবে চাপ দেওয়া হয় বলেও টিএমসিপি সমর্থক ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করে কলেজের টিএমসিপি সমর্থক ছাত্রীরা।সেই বিতর্কের পর এদিন মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে ‘মিস ফ্রেশার্স’প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারে।
কলেজের ভাইস প্রেসিডেন্ট অঙ্কিতা দেব ঈশোর বলেন, “আমাদের ঠাকুর পঞ্চানন মহিলা কলেজে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই বছরই চালু করা হয়েছে।আমাদের কলেজের প্রেসিডেন্টের মেয়ের উদ্যোগে এবার প্রথম ‘মিস ফ্রেশার্স’ প্রতিযোগিতা আমরা চালু করেছি।কলেজের মেয়েরা উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। ওদের মধ্যে নাচ,গান , সৌন্দর্য ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হবে।”
কলেজের প্রেসিডেন্ট আমিনা আহমেদ বলেন,“আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।আমি এসেছি। বাচ্চারা অনুষ্ঠান গুলো করছে।ভালোই লাগছে। স্কুলের থেকে কলেজে আসার পর তারা তাদের প্রতিভা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।সারা ভারতবর্ষে মেয়েরা এগিয়ে রয়েছে। আমাদের মহিলা কলেজের মেয়েরা যাতে যদি এগিয়ে যেতে পারে,তার জন্য আমরা সহযোগিতা করব।”
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কের উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584