মনিরুল হক, কোচবিহারঃ
হারিয়ে যাওয়া মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হয়েছে। আজ তুফানগঞ্জের দেওচরাই এলাকার বালাডাঙ্গা সেতুর উপর থেকে ওই উত্তরপত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ ওই উত্তরপত্র গুলো ইতিমধ্যেই উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এদিকে খবর , মধ্য শিক্ষা পর্ষদ জানার পরেই উত্তরপত্র গুলো সঠিক কিনা, তা ক্ষতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ভূতুরে নয়-বাংলা ফসল বিমার টাকা অ্যাকাউন্টে, স্বস্তি ফিরল দিনহাটায়
গতকাল দেওচরাই হাই স্কুলের ইংরেজির শিক্ষক ওই উত্তরপত্র গুলো জমা দিতে যাওয়ার সময় হারিয়ে ফেলেন। পরে তিনি তুফানগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে মোটর সাইকেলের পিছনে বেঁধে ওই খাতা গুলো নিয়ে দিনহাটার দিকে যাওয়ার সময় পড়ে যায়।
আর সেই পথ ধরে খোঁজ নিতে গিয়ে পুলিশ জানতে পারে অসমের আগমনীর বাসিন্দা বাচ্ছা সেন নামে এক ব্যক্তি বালাডাঙ্গা সেতুর উপড়ে ওই উত্তরপত্র গুলো দেখতে পান। তিনি সেগুলো নিয়ে দেওচরাই এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে রেখে দেন। পরে পুলিশ ওই উত্তরপত্রের খোঁজ করছে যেনে তারা পুলিশের হাতে ওই উত্তরপত্র তুলে দেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584