সরকারকে হুঁশিয়ারি!মাওবাদীদের হাতে নিহত পরিবারের সদস্যদের

0
73

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মাওবাদীদের হাতে নিহত ও নিখোঁজ পরিবারের যৌথ মঞ্চের সদস্যদের নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের লোধাস্মৃতি ভবনে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় মাওবাদীদের হাতে নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন।

missing family | newsfront.co
নিজস্ব চিত্র

এখনও পর্যন্ত জঙ্গলমহলে ১০৪ জন মানুষ নিখোঁজ রয়েছেন। মাওবাদীদের হাতে নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যরা অসহায় অবস্থায় রয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের হাতে নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত তারা সরকারের কাছ থেকে কোন সাহায্য পায়নি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মেদিনীপুরে রাস্তায় চপ ভেজে, বিক্রি করে চাকরির দাবিতে বিক্ষোভ যুবদের

তাদের অভিযোগ, যে মাওবাদীরা মানুষদের খুন করলো বহু মানুষকে নিখোঁজ করলো সেই মাওবাদীরা সরকারি চাকরি করছেন, তারা তাদের পরিবার কে নিয়ে বহাল তবিয়তে রয়েছেন। আর যাদেরকে খুন করলো ও অপহরণ করে নিয়ে গিয়ে গিয়ে রাখলো তাদের পরিবারগুলি অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তাই প্রশাসনের সর্বস্তরে বহুবার আবেদন-নিবেদন জানিয়েও কোন লাভ হয়নি।

তাই তারা একটি মঞ্চ গঠন করেছে। নিহত ও নিখোঁজ পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার মেদিনীপুর শহরে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় মাওবাদীদের হাতে নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরা সামিল হয়ে তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। সেইসঙ্গে তারা আর কোথাও প্রশাসনের কাছে আবেদন জানাবেনা বলে জানায়।

আরও পড়ুনঃ খড়্গপুরে অবৈধ দোকান উৎখাতে গেলে রেল কর্তৃপক্ষের সাথে বিরোধ স্থানীয়দের

তারা সরকারের সাথে সংঘাতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেন এভাবে মানুষ বেঁচে থাকতে পারেনা তাই নিজেদের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা এবার সরকারের সাথে সংঘাতে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেই সঙ্গে তারা বলেন, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে তারা আগামী দিনে বেঁচে থাকার স্বপ্ন দেখবেন, না হলে তাদের এভাবেই দিন কাটাতে হবে।

বিধানসভা নির্বাচনের আগে যেভাবে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তাতে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here