কুমীর হানায় নিখোঁজ মৎসজীবীর দেহ উদ্ধার

0
43

সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

পাথরপ্রতিমায় কুমীরের হানায় নিখোঁজ মৎসজীবীর মৃতদেহ উদ্ধার হল। জানা যায়, স্ত্রীর সামনেই ওই মৎসজীবীকে টেনে নিয়ে গিয়েছিল কুমীর। স্বামীকে হারিয়ে এখন প্রবল সমস্যায় পড়েছেন স্ত্রীর। একের পর এক মৎসজীবীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

dead body | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার ৬৮ বছরের বিষ্ণুপ্রসাদ সাঁতরা নদীতে মাছ ধরতে গিয়ে কুমীরের কবলে পড়ে। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল স্ত্রীর সঙ্গে পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা গোবিন্দপুর মৌজার বিষ্ণুপদ সাঁতরা মাছ ধরতে গিয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে জগদ্দল নদীতে মাছ ধরতে যান তিনি।

আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে কুমীরের পেটে

গতকাল যখন তিনি নদীতে নেমে জাল তুলছিলেন, তখন হঠাৎ একটি কুমীর তাকে ধরে নিয়ে যায়। স্ত্রীর সামনেই টেনে নিয়ে যায় তাকে। স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকেরা এগিয়ে এলেও কোনো লাভ হয়নি। খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায়। পাথরপ্রতিমা থানার ওসির নির্দেশে লঞ্চ নিয়ে সমুদ্রে যাওয়া হয়। লঞ্চ নিয়ে তল্লাশি চালিয়েও দেহ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ জমির ক্ষেতে নৃশংস খুন

অভিজ্ঞ বনদফতরের আধিকারিকরা জানায়, যতক্ষণ না মৃতদেহ কুমির ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঐ মৃতদেহ পাওয়া সম্ভব নয়। নদীতে ভাটার পর প্রথম জোয়ারের মুখে কিছুটা দূরে গিয়ে ওই মৃতদেহ পাওয়া সম্ভব। অপেক্ষা করতে হবে কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত। সারারাত অপেক্ষা করার পর আজ সকালে হঠাৎ মৃতদেহটি ভেসে ওঠে। যেখান থেকে কুমীর ধরেছিল, সেইখানে পাওয়া যায়। আজ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here