নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত ১১ ই ফেব্রুয়ারি শিক্ষা ও কাজের দাবিতে নবান্ন অভিযান করেছিল বাম ছাত্রযুব সংগঠন। সেই অভিযানে গিয়ে হারিয়ে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সিপিএম কর্মী দীপক পাঁজা। অবশেষে সিপিএম কর্মীদের মাধ্যমে হাওড়ার বালি থেকে খুঁজে পাওয়ার পর শারীরিক চিকিৎসা করানো হয় তার। এরপর দলীয় কর্মী সমর্থকদের হাত ধরে ঘরে ফিরল দীপক।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
দীপক বাবু জানান মিছিলে যখন হাঁটছিলাম তখন পুলিশ লাঠি দিয়ে মারধর শুরু করে, আমাকে যখন পুলিশ মারধর করে তখন আমি ভয়ে পালিয়ে যাই। এরপর বিভিন্ন গাড়িতে উঠলেও বাড়ি পৌঁছাতে পারিনি। একসময় এসে পৌঁছায় হাওড়ার বালিতে। ওখানে কয়েকদিন থাকার পর সিপিএম কর্মী-সমর্থকরা আমাকে বাড়িতে পৌঁছে দেয়। নিখোঁজ সিপিএম কর্মীকে ফিরে পেয়ে আনন্দিত পাঁজা পরিবার। পাশাপাশি খুশির হাওয়া গোটা গ্রামজুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584