নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শিলাবতী নদীর চরের বালিতে ঢাকা অবস্থায় এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার মায়তার কেওটারা গ্রামে।মৃতের নাম সৌমেন রায়। গ্রামবাসীরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই যুবককে ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়ে থাকতে পারে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।গোয়ালতোড়ের মায়তার কেওটারা গ্রামের বাসিন্দা সৌমেন রায় সামান্য জমিতে চাষাবাদ করে সংসার চালাতেন।বাড়িতে স্ত্রী ও দুই শিশুপুত্র রয়েছে। সৌমেনের বাবা কালীপদ রায় বলেন, “ছেলে রাতে খাওয়ার পর ঘরের পাশে আগুন পোহাচ্ছিল,রাত ৯ টা নাগাদ কয়েকজন তাকে ডাকলে সে বাড়ির সামনের একটি কালভার্টে আড্ডা দিতে যায়।তারপর রাতে আর সে বাড়ি ফেরেনি,রাতে অনেক খোঁজাখুঁজি করেছি,সকালে কিছুটা দূরে নদীর চরে বালিতে ঢাকা ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়,ওকে খুনই করা হয়েছে।” তবে ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না বলে তিনি এদিন জানিয়েছেন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান মা তিলকা রায়, সৌমেনের স্ত্রী পাপিয়া সহ পরিজনেরা।এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
আরও পড়ুন: স্থানীয় বাসিন্দার তৎপরতায়,সোস্যাল মিডিয়ার সাহায্যে ঘর পেল মানসিক ভারসাম্যহীন যুবক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584