মোহনা বিশ্বাস, হুগলীঃ
রহস্যজনকভাবে নিখোঁজ মাঝি। হুগলীর চকবাজার এলাকার ঘটনা। গত সোমবার রাতে দুজন যাত্রীকে নিয়ে হুগলী চকবাজারের চাঁদনীঘাট থেকে নৌকা নিয়ে নৈহাটির উদ্দেশ্যে রওনা দেন হুগলীর চকবাজারের বাসিন্দা গোপাল মন্ডল(৪০)। তারপর আর হুগলীতে ফিরে আসেননি তিনি।
মঙ্গলবার কাঁকিনাড়া ঘাটে গোপাল মন্ডলের নৌকা দেখতে পান অন্যমাঝিরা। তার নৌকা থেকে উদ্ধার হয় মদের বোতল ও গ্লাস। সোমবার রাতে চাঁদনীঘাটের কাছে জগা মন্ডলের কাছে আসেন নৈহাটির বাসিন্দা সজল বর্ধন ও মহুয়া পালিত।
জগা মন্ডল সম্পর্কে গোপাল মন্ডলের বন্ধু হন। ওই ব্যক্তি ও মহিলা প্রায়ই এই ঘাটে আসতেন এবং সন্ধ্যায় মাঝগঙ্গায় গিয়ে তারা একসাথে মদ্যপান করতেন বলে অভিযোগ গোপালের পরিবারের।
চুঁচুড়া থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানায় গোপালের পরিবার।
অন্যদিকে, এ বিষয়ে প্রশাসনেরও কোনো ভ্রূক্ষেপ নেই বলে জানায় গোপালের পরিবার। আজ সকালে এলাকার বাসিন্দারা গঙ্গায় খোঁজাখুজি শুরু করে। তবে এখনও পর্যন্ত ওই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584