মনিরুল হক, কোচবিহারঃ
এক দুই বছর নয়, টানা ২৫ বছর নিখোঁজ থাকার পর বাড়িতে ফিরে এলেন যুবক। আর তাঁকে পেয়ে রীতিমত খুশির আবহ পরিবার ও পাড়া প্রতিবেশীদের মধ্যে। মাথাভাঙার শীতলকুচি থানার খারিজা শীতলকুচিতে বাড়ি ওই যুবকের। তাঁর নাম জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর জানিয়েছেন, তখন তাঁর বয়স ৮ কি ৯ বছর হবে। কাছেই প্রাথমিক স্কুলে পড়তেন। বাড়ি থেকে বের হয়েছিলেন স্কুলে যাওয়ার জন্য। কিন্তু রাস্তায় কিছু লোকের পাল্লায় পড়েন। তারপর আর মনে নেই। যখন আবার হুস ফিরল কোথায় আছেন, সেটা বুঝতে পাড়ছিলেন না। কিন্তু বুঝতে পাড়ছিলেন তাঁকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখান থেকে পালিয়ে যেতেই হবে। শেষ পর্যন্ত পালাতে সক্ষমও হয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য চেষ্টাও করেছেন। কিন্তু কোন ভাবেই বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না। এভাবেই এক ট্রেন থেকে আরেক ট্রেন করতে করতে পৌঁছে যান। পাঞ্জাবে। সেখানেই বড় হন তিনি। বিয়েও করেন। ইতিমধ্যেই দুই ছেলের বাবা জাহাঙ্গীর।
সেই শৈশব থেকে যুবক হয়ে ওঠার পর ভাষায় পরিবর্তন হয়েছে। বাংলা ভাষা কার্যত ভুলে গিয়েছেন। পরিবর্তন এসেছে খাবার দাবারেও। কিন্তু ভুলতে পারেন নি বাড়ির কথা। অনেককেই তাঁর ছোট বেলার বাড়ির কথা, গ্রামের কথার গল্প শুনিয়েছেন। আর এভাবেই গল্প শোনাতে শোনাতে একদিন পাঞ্জাবে কাজ করতে যাওয়া উত্তর দিনাজপুরের বাসিন্দা আটকুশালের বাসিন্দা কপিল উদ্দিনের সাথে কথা হয় জাহাঙ্গীরের সাথে। কপিল সাহেবই তাঁকে শীতলকুচির বাড়িতে পৌঁছে দেন।
গতকাল বাড়িতে এসে আবেগ প্রবণ হয়ে পড়েন জাহাঙ্গীর। মা সাহিদা ও বাবা নূর হোসেন মিয়াঁ জড়িয়ে ধরে চোখের জল সামলে রাখতে পারেননি। খুশিতে কাঁদতে দেখা গিয়েছে সাহিদা বিবিকেও। খবর পেয়ে পাড়া প্রতিবেশীরা এসে ভিড় জমিয়েছেন। জাহাঙ্গীর বলেন, “কোনদিন ভাবতে পারি নি বাড়িতে ফিরতে পারবো। কিন্তু আজ বাড়িতে ফিরে আসলাম। বাবা মা ভাইকে দেখতে পেলাম। কি যে ভালো লাগছে, তা বলে বোঝাতে পারবো না।” মা সাহিদা বিবি বলেন, “কত খুঁজেছি ওকে। কিন্তু কোথাও পাই নি। এভাবে যে কোন দিন ফিরবে, সেটাও ভাবনার মধ্যে ছিল না। আজ এতদিন পর ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ কি হতে পারে, তা নিশ্চয় বুঝতে পারছেন।” বাবা নূর হোসেন মিয়াঁ তো সন্ধ্যায় ছেলেকে নিয়ে বেড়িয়ে পড়েছিলেন। হাটে বাজারে ঘুরে পরিচিতদেরকে জানিয়ে এসেছেন তাঁর বড় ছেলে বাড়িতে ফিরে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584