নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজে পিকনিক করতে এসে নিখোঁজ হয়ে যাওয়া জীবেশ দাসের মৃতদেহ উদ্ধার হল। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। প্রসঙ্গত গত জানুয়ারি মাসের ২৩ তারিখে ফুলবাড়ি ব্যারেজে পিকনিক করতে আসেন জীবেশ ও তার বন্ধুরা।

এরপর থেকে নিখোঁজ হয়ে যায় জীবেশ এবং জীবেশের পরিবারের তরফে থেকে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই তদন্তে নামে ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং তদন্তে নেমে জীবেশের দুই বন্ধুকে গ্রেফতার করে। তা সত্বেও জীবেশকে খুঁজে পাওয়া যায় না।

অবশেষে শুক্রবার রাতে বাংলাদেশ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং মৃতদেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন জীবেশের পরিবারের সদস্যরা। যদিও জীবেশের পরিবারের দাবি দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584